Youtube Money: ইউটিউবে শর্টস না দীর্ঘ ভিডিয়ো! কিসে হবে বেশি আয়? কত ভিউ-তে কত টাকা জেনে নিন
নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ:
Friday, October 20th, 2023 1:13 pm পরিবর্তনের তারিখ:
Friday, October 20, 2023 1:13 PM
এখন ইউটিউব একটি হবিতে পরিণত হয়েছে। অনেকেই তাঁদের সময়ে কাটানোর জন্য ইউটিউব ভিডিয়ো তৈরি করেন। তবে এমন অনেকে আছেন যারা ইউটিউব থেকে টাকা আয় করতে চান। আর অনেকেই ইউটিউব ভিডিয়ো তৈরি করে নিজের কেরিয়ার তৈরি করেছেন। বস্তুত ইউটিউব থেকে বিভিন্ন উপায় প্রচুর টাকা আয় করা সম্ভব। ইউটিউবে ভিউ এবং অ্যাড সহ জিনিস বিক্রি করেও টাকা আয় করা যায়।
একজন সফল ইউটিউবারের আয়ের একটি বড় অংশ আসে ভিডিয়োতে আসা ভিউ-এর উপর ভিত্তি করে ইউটিউব থেকে পাওয়া টাকার থেকে। এখন ইউটিউবে দুই প্রকার ভিডিয়ো আপলোড করা যায়। একটি হল দীর্ঘ ভিডিয়ো এবং অপরটি ইউটিউব শর্টস। আসুন জেনে নেওয়া যাক দীর্ঘ ভিডিয়ো এবং ইউটিউব শর্টস-এর মধ্যে কোনটিতে বেশি আয় করা সম্ভব। আর উভয় ধরণের ভিডিয়োতে ভিউ প্রতি কত টাকা পাওয়া যায়।
ইউটিউবে প্রতি 1 হাজার ভিউ-তে কত টাকা পাওয়া যায়?
ইউটিউব চ্যানেলের ভিডিয়োর থেকে ভালো টাকা আয় করতে হলে কম পক্ষে 100,000 ভিউ-এর প্রয়োজন। তবে ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ থেকে আপনার আয় মূলত নির্ভর করে আপনার ভিডিয়োর কনটেন্টের উপর। ইউটিউব চ্যানেলের ভিডিয়োর 1000 ভিউ-এর উপর 1 ডলার বা 83.29 টাকা থেকে 25 ডলার বা 2082.27 টাকা আয় করা যায়।
ইউটিউব শর্টসে প্রতি 1 হাজার ভিউ-তে কত টাকা পাওয়া যায়?
সাধারণত আপনার ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ 1000 হলেই আয় শুরু হয়। আজকের দিনের মার্কিন ডলার ও ভারতীয় টাকার হিসাবে ইউটিউব শর্টস প্রতি 1 হাজার ভিউ-তে আপনি 3 ডলার বা 249.87 টাকা আয় করতে পারবেন।
ইউটিউবে শর্টস না দীর্ঘ ভিডিয়ো কোনটায় হবে বেশি লাভ?
বর্তমানে ইউটিউবে শর্টসের জনপ্রিয়তা বাড়ছে। যার ফলে সাধারণ ভিডিয়ো থেকে ইউটিউবে শর্টসে অনেক বেশি ভিউ পাওয়া যাচ্ছে। যার ফলে অনেক ইউটিউবার ইউটিউবে শর্টস তৈরিতে বেশি লক্ষ্য দিচ্ছেন। কিন্তু ইউটিউবে শর্টস থেকে বড় ভিডিয়ো-তে বেশি টাকা ভিউ থেকে পাওয়া যায়। শুধু তাই নয়, প্রোমোশান ও অ্যাডও এই ভিডিয়ো-তে বেশি পাওয়া যায়। ফলে আয়ও অনেকটা বেশি হয়। আর সাবস্ক্রাইবারও বেশি পাওয়া যায়।
সব মিলিয়ে উভয় প্রকার ভিডিয়োতেই একজন ইউটুবার ফোকাস করতে পারেন। একদিকে শর্টস যেমন আপনাকে অল্প সময় বেশি ভিউ দেবে। ঠিক একই ভাবে বড় ভিডিয়ো আপনাকে বেশি আয় ও সাবস্ক্রাইবার পেতে সাহায্য করবে।