জাস্টিন বিবারকে জড়িয়ে তরুণীর কান্না
নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ:
Sunday, July 7th, 2024 3:21 pm পরিবর্তনের তারিখ:
Sunday, July 7, 2024 3:21 PM
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চ কাঁপান জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। অনুষ্ঠানে পছন্দের গায়ককে এত কাছে পেয়ে জড়িয়ে ধরার সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় এক তরুণী।
ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, অনন্ত-রাধিকার ‘সংগীত’ অনুষ্ঠানে জাস্টিন বিবারের গান মুগ্ধ হয়ে শুনছিলেন এক তরুণী। হঠাৎ গায়ক তার উদ্দেশে হাত বাড়িয়ে তাকে মঞ্চে তুলে নিলেন। এরপরেই আচমকা জাস্টিন বিবারকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তরুণী।
জানা যায়, এই তরুণী বলিউড অভিনেতা জাভেদ জাফরির মেয়ে আলাভিয়া জাফরি। তবে ওই অনুষ্ঠানে তিনি দাঁড়িয়ে ছিলেন নিতান্তই বিবারের ভক্ত হিসেবে। আর ঘটনাচক্রে তার কাছেই এগিয়ে এলো প্রিয় গায়কের হাত।
এদিনের ভিডিও আলাভিয়া শেয়ার করে লিখেছেন, ‘ভেতরের ১৩ বছরের কিশোরীটি চিৎকার করে উঠছে।’
সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয় জাভেদ-কন্যা। তার নানা মুহূর্ত ধরা পড়ে ইনস্টাগ্রামে। সেখানে প্রায় ২ লাখ ৮৩ হাজার অনুরাগী রয়েছে তার।
এ দিন সংগীতের অনুষ্ঠানে নিজের পরিবারের সঙ্গেই গিয়েছিলেন আলাভিয়া। তার ভাই মিজান জাফরিকেও দেখা যায় মঞ্চে নাচতে। সালমান খান এবং স্বয়ং পাত্র অনন্তর সঙ্গে ‘অ্যায়সা পাহলি বার হুয়া হ্যায়’ গানে নাচেন তিনি। সঙ্গে ছিলেন, বীর এবং শিখর পাহাড়িয়া।