• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • magickhobor@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ: Sunday, March 10th, 2024 10:09 pm পরিবর্তনের তারিখ: Sunday, March 10, 2024 10:11 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই
 
10 / 100

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই। আজ রোববার রাত আটটার পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব নূর এলাহি মিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ইহসানুল করিম ২০১৫ সালের জুন থেকে চুক্তি ভিত্তিতে সচিব পদমর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ নিয়োগ অনুযায়ী, আগামী জুন পর্যন্ত তাঁর এই পদে মেয়াদ ছিল।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন।

আরো খবর পড়তে: ম্যাজিক খবরের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।