• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • magickhobor@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
ব্রেকিং নিউজ

আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল, বহাল স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের

নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ: Friday, December 15th, 2023 1:08 pm পরিবর্তনের তারিখ: Friday, December 15, 2023 1:09 PM

আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল, বহাল স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের
 
13 / 100

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় কমিশন।

শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তাঁর আপিল মঞ্জুর করায় শামীম হকের প্রার্থিতা বাতিল হলো।

এদিকে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীম হকের আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রইল।

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তিনি নাগরিকত্ব ত্যাগের সপক্ষে যেসব নথি নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছেন, সেখানে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ ওঠে।

সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের অযোগ্য। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক, এমন অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। গত বুধবার আপিলের আংশিক শুনানি হয়। আর আজ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন।

প্রতিক্রিয়া জানার জন্য প্রার্থী শামীম হকের মুঠোফোনে দুই দফা ফোন দিলেও তিনি ফোনটি না ধরায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে কথা হয়েছে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফের সঙ্গে। সৈয়দ আলী আশরাফ বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি, এ জন্য তাঁরা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।

আরো খবর পড়তে: ম্যাজিক খবরের গুগল নিউজ চ্যানেল ফলো করুন