• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • magickhobor@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
ব্রেকিং নিউজ

উদ্ধার কাজ শেষের পথে, বিলম্বে যাতায়াত করছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ: Saturday, May 4th, 2024 11:14 am পরিবর্তনের তারিখ: Saturday, May 4, 2024 11:15 AM

উদ্ধার কাজ শেষের পথে, বিলম্বে যাতায়াত করছে ট্রেন
 
8 / 100

জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে সাধারণ ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উদ্ধার কাজ প্রায় শেষের পথে। কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ করে পুরোদমে চালু হবে ঢাকা- জয়দেবপুর রেলরুট। এক লাইনে চলাচলের জন্য দূর্ঘটনার পর থেকে ঢাকা-উত্তরবঙ্গে যাতায়াতকারী সকল ট্রেন বিলম্বে যাতায়াত করছে। আজ শনিবার (৪ মে) সকাল ১০ টায় কালের কণ্ঠকে এই তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী।

বিলম্বে যাতায়াতকারী ট্রেনগুলো হলো- টাঙ্গাইল কমিউটার, হাওর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস। জামালপুর কমিউটার, মহুয়া এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেসসহ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহীর রুটের সকল ট্রেন। এতে প্রচণ্ঠ গরমে যাত্রীরাও ভোগান্তির মধ্যে পড়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে দূর্ঘটনার দুই ঘণ্ঠা পর শুরু হয় উদ্ধার অভিযান।

বিরতিহীন ভাবে চলে এই কর্মযজ্ঞ। ইতোমধ্যে দূর্ঘটনা কবলিত দুটি ট্রেনের বগিগুলো সরিয়ে ফেলা হয়েছে। দুটি ইঞ্জিন এখনো উদ্ধার হয়নি। তেলবাহী ওয়াগন থেকে তেল স্থানান্তরের কাজ প্রায় শেষ।

রেলওয়ে সংশ্লিষ্টদের দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে। উদ্ধার কাজ সমাপ্ত হলে সকল লাইন সচল হবে।
এদিকে এক লাইন দিয়ে ট্রেন চলাচলের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল ট্রেন বিলম্বে যাতায়াত করছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানিয়েছে ওই সূত্র।

গতকাল শুক্রবার (৩ মে) সকালে ঢাকা-জয়দেবপুর রেলরুটের জয়দেবপুরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ৯ টি বগি লাইনচ্যুত হয়। এসময় তেলবাহী ট্রেনের ৯টি ওয়াগনের মধ্যে কয়েকটি ওয়াগনে ফাটল ধরলে তেল ঝরা শুরু হয়। এই ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ডিজেল ভর্তি তেলবাহী ট্রেনের বিপদজনক ওয়াগনসহ উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতেহ মো: সফিকুল ইসলাম বলেছেন, একটি অয়েল ট্যাংকার ক্ষতিগ্রস্থ হয়েছে, তেল চুইয়ে চুইয়ে পড়ছে। এটাকে আগে স্থানান্তর করা হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, আহত চারজনই ট্রেনের সহকারী ও চালক। তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। বাকী তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় রেলওয়ের তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।