• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • magickhobor@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
ব্রেকিং নিউজ

দক্ষিণ আফ্রিকার পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ: Tuesday, October 24th, 2023 10:40 pm পরিবর্তনের তারিখ: Tuesday, October 24, 2023 10:42 PM

দক্ষিণ আফ্রিকার পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ
 
8 / 100

বাংলাদেশের শুরুটা ছিল বেশ আশা জাগানিয়া। টস হেরে ফিল্ডিং করতে নেমে ৩৬ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। প্রথমে শরীফুল ইসলাম ফেরান রিজা হ্যানড্রিকসকে। এরপর ৩ রানের ব্যবধানে মেহেদী হাসান মিরাজ ফেরান ফন ডার ডুসেনকে।

বাংলাদেশের উচ্ছ্বাস ওই পর্যন্তই। এরপর কুইন্টন ডি কক-হাইনরিখ ক্লাসেনদের ব্যাটিং তোপে উড়ে গেছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের সামনে ৩৮৩ রানের বড় লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা। ডি ককের সেঞ্চুরি, এইডেন মারক্রামের ও ক্লাসেনের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে তারা।

ডি ককের ইনিংসটি ১৭৪ রানের। তাঁর ইনিংসে ১৫ চার ও ৭ ছক্কা। এবারের বিশ্বকাপে ডি ককের এটি তৃতীয় সেঞ্চুরি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় আরো ওপরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।

চারটি সেঞ্চুরি নিয়ে তাঁর ওপরে আছেন শুধু এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে বড় জুটি মূলত দুটি। প্রথমটি ডি ককের সঙ্গে মারক্রামের, দ্বিতীয়টি ডি ককের সঙ্গে ক্লাসেনের। তৃতীয় উইকেটে ডি কক-মারক্রাম জুটি থেকে এসেছে ১৩১ রান। মারক্রামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান।

তবে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছে ডি কক ও ক্লাসেন জুটি। চতুর্থ উইকেটে এ জুটি থেকে এসেছে ১৪২ রান। এ সময় ডি কককে ফেরান হাসান মাহমুদ। ডি ককের বিদায়ের পরও বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে যাওয়া ঝড় থামেনি।

ক্লাসেনের সঙ্গে এই তালিকায় যোগ দেন ডেভিড মিলার। দুজনের জুটি ৬৫ রানের। শেষ ওভারে হাসানের বলে ৯০ রানে আউট হন ক্লাসেন। ক্লাসেনের ৪৯ বলের ঝোড়ো ইনিংসে ৮ ছক্কার পিঠে ২ চার। মিলার অপরাজিত ছিলেন ১৫ বলে ৩৪ রানে। তাঁর ইনিংসেও ছক্কার সংখ্যাই বেশি। ১টি চারের বিপরীতে ৪টি ছক্কা মেরেছেন তিনি।