ব্রেকআপ করলেন সুহানা খান!
নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ:
Saturday, May 4th, 2024 11:24 am পরিবর্তনের তারিখ:
Saturday, May 4, 2024 11:24 AM
বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা তিনি। তাই তাকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বলছিলাম সুহানা খানের কথা। শাহরুখকন্যা সুহানা খানকে ঘিরে অনুরাগীদের কৌতুহল বরাবরই চোখে পড়ার মতো।
পাপারাৎজিদেরও ঈগলের চোখ তাঁর দিকে। ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন, সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। এবার সেই আগুনে যেন আরেকটু ঘি ঢাললেন সুহানা নিজেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর এক স্ট্যাটাস বেশ নাড়িয়ে দিয়েছে ভক্তদের।
ব্রেকআপ করলেন শাহরুখকন্যা! কিন্তু কার সঙ্গে?
আসলে বিষয়টি প্রেমের নয়। অন্য কিছু। সম্প্রতি সুহানা খান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে স্পষ্ট তিনি জানান, ‘আমি ব্রেকআপ করে নিলাম।
’ সুহানা এই ভিডিওতে অনুরাগীদের আসলে চমকে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে এতদিন যেসব সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তাঁর জীবনে এখন এসেছে লাক্স! লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।
সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা খান। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে।
২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন সুহানা।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।
সামনে সুহানাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় একটি চলচ্চিত্রে। ‘কিং’ নামের সিনেমাটিতে তাঁর বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা যাচ্ছে, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। এটি ঘিরে ইতোমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে।