• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • magickhobor@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
ব্রেকিং নিউজ

পিতা কি তার গরীব সন্তানকে জাকাত দিতে পারবে?

নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ: Wednesday, April 3rd, 2024 4:53 pm পরিবর্তনের তারিখ: Wednesday, April 3, 2024 4:54 PM

পিতা কি তার গরীব সন্তানকে জাকাত দিতে পারবে?
 
13 / 100

প্রশ্ন: কোন পিতা কি তার গরীব ছেলে যে জাকাত নেওয়ার উপযুক্ত তাকে জাকাত দিতে পারবে?

উত্তর: জাকাত ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ তা’আলা মুসলমানদের উপর জাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তা‘আলার এরশাদ করেছেন ‘নামাজ কায়েম কর ও জাকাত আদায় কর।’ (বাকারা: ১১০)

ইসলামের এই মহান হুকুম পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। যেগুলোর প্রতি লক্ষ না করলে জাকাত আদায় হয় না। তন্মধ্যে একটি হলো, যোগ্য ব্যক্তিকে জাকাত প্রদান করা। ইসলাম এক্ষেত্রে কিছু ব্যক্তি নির্ধারণ করে দিয়েছে।

জাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তাদেরকে জাকাত দেওয়া বৈধ নয়। তাদের মধ্যে কেউ কেউ জাকাতদাতার ঘনিষ্ঠ ও রক্ত সম্পর্কীয় আত্মীয়

ছেলে-মেয়েকে নিজের জাকাত দেওয়া যায় না। এমনকি তারা গরীব হলেও তাদেরকে নিজের জাকাত দেওয়া জায়েজ নয়। তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তাই তারা গরীব-অসহায় হলে তাদেরকে জাকাত-ফিতরা ছাড়া অন্য সম্পদ দ্বারা সহযোগিত করতে হবে।

আরো খবর পড়তে: ম্যাজিক খবরের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।