• আজ [bangla_time], [bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
  • magickhobor@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ
ব্রেকিং নিউজ

বিশ্ব ইজতেমার মাঠে আরও ৩ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ: Saturday, February 3rd, 2024 3:56 pm পরিবর্তনের তারিখ: Saturday, February 3, 2024 3:58 PM

বিশ্ব ইজতেমার মাঠে আরও ৩ মুসল্লির মৃত্যু
 
14 / 100

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার মাঠে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁরা মারা যান। এ নিয়ে ইজতেমা মাঠে সাত মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানান আয়োজকেরা।

গতকাল রাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আবদুল কাদের (৫৫) ও নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারাগাবরাগাতি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

ইজতেমার মিডিয়া সমন্বয়ের দ্বায়িত্বে থাকা হাবিবুল্লাহ রায়হান জানান, নিহত ওই তিন ব্যক্তি অন্যান্য মুসল্লিদের মতোই ইজতেমায় এসেছিলেন। তাঁরা মাঠের বিভিন্ন খিত্তায় অবস্থান করছিলেন। এর মধ্যে গতকাল দিবাগত রাতের বিভিন্ন সময় ওই তিন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শনিবার ফজরের নামাজের পর ইজতেমা মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।

হাবিবুল্লাহ রায়হান প্রথম আলোকে বলেন, ‘ওই তিন মুসল্লি গতকাল রাতে অসুস্থ হয়ে মারা যান। এ নিয়ে ইজতেমা মাঠে আমাদের সাত মুসল্লির মৃত্যু হয়েছে।’

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্বের নেতৃত্ব দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

আরো খবর পড়তে: ম্যাজিক খবরের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।