বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭
নিজস্ব প্রতিবেদক, ম্যাজিক খবর ডটকম
প্রকাশের তারিখ:
Tuesday, October 17th, 2023 11:37 am পরিবর্তনের তারিখ:
Tuesday, October 17, 2023 11:37 AM
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় গত শনিবার রাত সোয়া ১টার দিকে সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এদিকে, যশোর থেকে খুলনা যাওয়ার সময় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় গতকাল রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় ছয়জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পুলিশ সদস্য শাহজাহান (৩৫), প্রণব (৩২), আলমগীর (৩৩), সামসুল (৩০), সোহেল রানা (৩২), শ্যামল (৪২) ও পুলিশ বহনকারী ট্রাকচালক আবদুর রহমান (৩২)। নিহত পুলিশ সদস্যরা কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি খান মো. এরফান।
ঢাকা-বগুড়া মহাসড়কের কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ হোসেন বলেন, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের এসআই মইনুল ইসলামের নেতৃত্বে ৯ জন পুলিশ সদস্য ট্রাকযোগে ঢাকা পুলিশ হেডকোয়াটারে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় পৌঁছলে দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত এসআই মাঈনুল ইসলাম, এএসআই রুবেল, সারবোঝাই ট্রাকচালক ফজলু (৩৮), হেলপার শাহাদত্ হোসেন (৩০) ও পুলিশ বহনকারী ট্রাকের হেলপার মিজানুর রহমানকে (২৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। এ দিকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নিসারুল আরিফ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মণ্ডল, হাইওয়ে পুলিশ সুপার ইসরাফিল হাওলাদার, শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুঘর্টনাকবলিত ট্রাক দুটো শেরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম।
হাইওয়ে পুলিশ সুপার ইসরাফিল হাওলাদার জানান, এ ঘটনায় দুটি ট্রাকের ড্রাইভারদের অসতর্ক থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আইজিপির শোক: বগুড়ার মহিপুরে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ কনস্টেবলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা ও কর্তব্যবোধের অনবদ্য স্বাক্ষর রেখেছেন। পুলিশ প্রশাসন নিহতদের পরিবারের পাশে রয়েছে। তাদের সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। আইজিপি নিহত পুলিশ সদস্যদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার শান্তি